
যশোরের চৌগাছায় ইজিবাইকের ধাক্কায় ১ম শ্রেণি পড়–য়া এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে চৌগাছা-যশোর সড়কের ফুলসারা গ্রামের জাহাতাব মুন্সি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর স্বজনরা জানান, বুধবার সকালে ফুলসারা গ্রামের মৃত সফর আলীর শিশু পুত্র তাহসিন হুসাইন (৬) আড়াদাহ নিমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে জাহাতাবমুন্সি মোড় নামক স্থানে পৌঁছালে ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে সে সড়কের উপর আছড়ে পড়ে। এতে শিশুটি এবং ঘটনা স্থলেই মারা যায়। এ ঘটনায় নিহত শিশু তাহসিনের পরিাবরসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।