
কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম সানার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার পাঁজিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক নারী এলাকায় ওই বিক্ষোভ মিছিল করেন। তাদের দাবি ইউপি সদস্য আব্দুল হালিম সানার বিরুদ্ধে হয়রানিমূলক সাজানো মিথ্যা মামলা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণডাঙ্গা কমলাপুর গ্রামের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ স¤পাদক আব্দুল হালিম সানার বিরুদ্ধে ওই এলাকার গোলাম সরোয়ারের স্ত্রী তহমিনা বেগম আদালতে মামলা করেছেন। ওই মামলা সাজানো এবং মিথ্যা দাবি করে সেটি প্রত্যাহারের জন্য ওয়ার্ডবাসী বিক্ষোভ মিছিল করেছে। শতাধিক নারীর উদ্যোগে মিছিলটি কমলাপুর উত্তরপাড়া থেকে বের হয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক সেলিনা বেগম, পান্না বেগম, হাসিনা বেগম, আলেয়া বেগম, মাজিদা বেগম, সবুরন বেগম, শাহানারা বেগম এবং মনিরা বেগম।
পাঁজিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম সানা বলেন, তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকার নারীরা বিক্ষোভ মিছিল করেছেন।
এ ব্যাপারে মামলার বাদি তহমিনা বেগমের ছেলে রাজু জানায়, তাদের পরিবারের পক্ষ থেকে যে ঘটনা উল্লেখ করে মামলা করা হয়েছে সেটি সত্য।