
যশোরের চৌগাছায় জাতীয়তাবাদি কৃষকদলের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কৃষকদলের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই বীজ বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার। কৃষকদলের যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদক ফুল মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিএম আজিম উদ্দিন, পাতিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, যুবনেতা কামরুল ইসলাম, সামাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রনেতা আব্দুল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।