
সম্প্রতি ফেসবুকে ট্রেন্ডিংয়ে জনপ্রিয় হয়ে উঠেছে-কাপল চ্যালেঞ্জ। এতে অংশ নিয়ে স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা পরস্পরের সঙ্গে তোলা ছবি পোস্ট করছেন।
এসব পোস্টে জুড়ে দিচ্ছেন #CoupleChallenge। এই হ্যাশট্যাগের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার যুগলের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই হ্যাশট্যাগেই লুকিয়ে রয়েছে বিপদ! ভারতে এ ব্যাপারে সতর্কতাও দিয়েছে পুলিশ।
জি নিউজ জানায়, সম্প্রতি এক টুইটবার্তায় কাপল চ্যালেঞ্জ নিয়ে মানুষকে সতর্ক করে দিয়েছে পুনে পুলিস। ওই টুইটে লেখা হয়েছে, ‘#CoupleChallenge-এ নিজেদের ছবি পোস্ট করার আগে দু’বার ভাবুন। এই চ্যালেঞ্জ বিপজ্জনক হতে পারে।’
কিন্তু কেন এই সতর্কতা, ফেসবুক চ্যালেঞ্জটিতে অংশ নেওয়ার বিপদ কোথায়?
একই হ্যাশট্যাগে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার যুগল তাদের ছবি পোস্ট করছেন। যে কোনো জায়গা থেকে সেসব ছবি দেখা যাবে।
সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই ছবিগুলিকে বিভিন্ন অসৎ কাজে, অসাধু উপায়ে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।
তাদের ধারণা, প্রয়োজনে এই সমস্ত ছবি পছন্দ মতো ডাউনলোড করে কোনও পর্ন ওয়েবসাইট বা সাইবার অপরাধমূলক কাজের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে।
এই ধরনের ঝুঁকি এড়াতে শুধু কাপল চ্যালেঞ্জই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের যে কোনও চ্যালেঞ্জেই অংশ নেওয়ার ক্ষেত্রে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
আর যদি অংশ নিতেই হয়, সে ক্ষেত্রে সেটিংসে গিয়ে ‘অডিয়েন্স’ অপশনটিতে গিয়ে ‘ফ্রেন্ডস’ সিলেক্ট করে রাখার পরামর্শ দিয়েছেন তারা। এতে সাইবার ঝুঁকি কিছুটা হলেও কম থাকবে।