
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার একটি শালবাগান থেকে অজ্ঞাত (৩২) হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শালবাগান এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারীর আনুমানিক বয়স প্রায় ৩২ বছর। এ ব্যাপারে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় ও হত্যার কারণ জানতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।