
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা উপজেলা চত্তরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, শিক্ষক প্রতিনিধি ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলিম সরকার, সিনিয়র সাংবাদিক মোঃ রজব ্অলী প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খায়রুর আলম সুমন সকল নাগরিককে জন্ম নিবন্ধন করার আহবান জানিয়ে, জনগণ জন্ম নিবন্ধন সনদ গ্রহন করতে গিয়ে যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয়। সেই কারনে হয়রানী মুক্ত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিবদের আহবান জানান।