যশোরের শার্শায় দু’ভাইয়ের করুণ মৃত্যু, আহত-১
শার্শা (যশোর) প্রতিনিধি :
Published : Tuesday, 6 October, 2020 at 5:33 PM
যশোরের শার্শা উপজেলায়বাসের চাকায় পিষ্ট হয়ে দুুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা একে অপরের খালাতো ভাই। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেল চালক। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনীমোড় নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল হোসেন ও বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন ।নাভারণ হাইওয়ে থানার এসআই টিটো দেবনাথ জানান তারা উভয়ই ওয়াইফাই কেবল অপারেটর হিসাবে কাজ করত এবং দু’জনই ছোট বয়স থেকে উপজেলার কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতো। ওয়াইফাই কেবলের কাজে ভাড়ায় মোটর সাইকেল যোগে ঝিকরগাছা থেকে কাজ সেরে বাসায় ফেরার পথে নাভারণ কলোনী মোড় নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী একটি পরিবহণ তাদেরকে ধাক্কা দেয়। এতে পিছন থেকে পড়ে গিয়ে পরিবহনের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে একইসাথে দু’ভাইয়ের মৃত্যুতে শোকের ভেঙ্গে পড়েছেন নানা গোলাম নবীসহ মৃতের পরিবার। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।