
“ শিশুর সাথে শিশুর তরে - বিশ^ গড়ি নতুন করে ” স্লোগানে ৫ - ১১ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, ২০২০ সারা দেশে পালিত হচ্ছে। সপ্তাহটি উপলক্ষ্যে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহযোগিতায় নানাবিধ কর্মসূচী গ্রহন করেছে উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। এর ধারাবাহিকতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, ২০২০ এর ২য় দিন ৬ অক্টোবর, ২০২০ তারিখে পবা উপজেলা শিশু কল্যাণ বোর্ড সদস্যদের নিয়ে বতর্মান শিশু পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপত্বি করেন মোঃ শিমুল আকতার, উপজেলা নির্বাহী অফিসার, পবা, রাজশাহী ও সভাপতি, উপজেলা শিশু কল্যাণ বোর্ড। সভায় বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী কমিটির সদস্য ও লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বতর্মান শিশু নির্যাতন পরিস্থিতি তুলে ধরেন। সভায় বক্তারা বলেন বতর্মান নারী ও শিশুশিশুদের প্রতি সকলের সহনশীল আচারন করার আহবান জানান। তিন বর্তামন পরিবেশ শিশু বান্ধব নয় উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।
অনুষ্ঠানে উপজেলা কল্যাণ বোর্ড সদস্যদের শিশু অধিকার রক্ষায় বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে জোরালো ভুমিকা পালনের আহবান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: শিমুল বিল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রাবেয়া বশরী, নওহাঁটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোসা: শামীম আরা, বিশিস্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুর রাজ্জাক সহ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব মোঃ তৌহিদুজ্জামান।