
টানা চারবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হওয়ায় এমপি কাজী নাবিল আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে কাজী ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরজাহান ইসলাম নীরা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, হাজেরা পারভীন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী লাইজুজামান, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন, পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু ও সন্তোষ দত্ত, আওয়ামী লীগ নেতা সুখেন মজুমদার, আবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন মাহমুদ, শ্রম ও কল্যাণ সম্পদাক সেলিম রেজা পান্নু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনীর হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দীন মিঠু, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, যুবলীগ নেতা জাহিদুর রহমান লাবু, রাজিবুল আলম, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম ও শহীদুজ্জামান শহীদ, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলু, এমএম কলেজ ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, যবিপ্রবি ছাত্রলীগ নেতা বিপ্লব দে শান্ত প্রমুখ।