
একদিন এক বনে শিয়েল আর গাধার মদ্দি খুব তক্ক লাগেচে। স¹লি জানে শিয়েল পন্ডিত মানুস তবু সে রাইগে মাইগে মুক্কু সুক্কু লোকের মতো গ্যাঙাচ্চে, মুক চোক রাঙা। তাই দেকে আরো জীব জন্তুর আগোয় আইসে দূরিত্তে দুইজনের ঝগড়া শুনতেচে। পেত্তমে কেউ বিষয়ডা না বুইজে দাড়ায় গেচে। ঘটনাডা সিরাম কিচু না, গাধা তার চোকি এট্টা লাল চশমা পইরেচে। তাই সে যকন ঘাস খাতি গেচে, তকন দেকে ঘাসের রঙ লাল। তকন গাধার মনে হয়েচে, কি জামেনা পড়ইলো, বাবা ঘাসও লাল হইয়ে গ্যালো! সে সবাইরে ডাইকে বুজোনোর চিস্টা দেচ্চে, দেখ ঘাসের রঙ লাল।
গাধা আল্লাদে আটখান! এত বড় এট্টা ঘটনা সেই পেত্তম দেখেচে! না হলি কেউ জানতিই পাইত্তো না, যে ঘাসের রঙ লাল। এই নিয়ে বেশী আল্লাদ কত্তি যাইয়ে গাধা পইড়েচে শিয়েলে পন্ডিত মুকি। সে শিয়েলরে ডাইকে থামায়ে কচ্চে ঘাসের রং যে লাল সিডা শিয়েল জানে কিনা। এই কতা শুইনে শিয়েল মনে কইরেচে গাধা মনে হয় নিশা কইরেচে তাই উল্টোপাল্টা বগদেচে। শিয়েল ভালো কইরে তার দিকি তাগায়ে কচ্চে জানতাম গাধা, তাই বিলে ছিদোমবোদ এত তলায় গেচে জানতাম না। সবুজ ঘাসরে কচ্চিস লাল। টিটকেরী শুইনে গাধারও গেচে মিজাজ খাররা হইয়ে। নিজির চোকি দেকতেচে ঘাসের রং লাল, আর শিয়েল কচ্চে সবুজ। সেও ছাইড়ে দিয়ার লোক না। এক কতায় দুই কতায় বাদায় দেচে ঝইঝই। সারা জঙ্গল রইটে গেচে গাধা আর শিয়েলের গন্ডগোলের খবর। কোন কুল কিনারা না পাইয়ে গাধা বনের রাজা সিংহর কাচে নালিশ দেচে। সব শুইনে মেইলে সিংহ রাজা রায় দেচে, গাধা বেকুসুর খালাস, আর শিয়েলের এক মাস জেল। তাই শুইনে গাধা লাফাতি লাফাতি চইলে যাচ্চে আর শিয়েল মনের দুক্কি কচ্চে, ইডা কিরাম বিচার মহারাজ। ঘাসের রং কি লাল যে আপনি আমারে এক মাসের জেল দেলেন। সিংহ মুরুব্বীর মতো কচ্চে ঘাসের রং লাল না সবুজ সিডার জন্যি তোরে জেল দিইনি। তুই পন্ডিত হইয়ে কিয়েত্তি মুক্কোর সাতে তক্ক কত্তি গেলি তাই তোর জেল দিলাম।
একন সুমাজে চারিদিকি ইরাম দেকতি পাচ্চি। কারে কি কবো কওদিনি বাপু! দুক্কির কতা কারো কবো, শোনবে কিডা!
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩