
যশোরে স্কুল পড়ুয়া ছাত্রী অপহরণের সাত দিন পর উদ্ধার হয়েছে। একইসাথে এজাহার নামীয় তিন আসামি আটক হয়েছে।
আসামিরা হচ্ছে, শহরের খড়কী বামনপাড়া ওয়াবদা গ্যারেজ মোড়ের বাসা নং ৫৩/সি নজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, মৃত আফতাব মোল্লার ছেলে নজরুল ইসলাম, সদর উপজেলার শানতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিটন হোসেন ও কেশবপুর উপজেলার কাশিমপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে ইয়াছিন মোড়ল।
যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুর পাড় এলাকার এক বাবা ৭ অক্টোবর বিকেলে মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে লেখাপড়া করে। স্কুলে আসা যাওয়ার সময় রবিউল ইসলাম প্রায় সময় উত্যক্ত করত ও নানা কুপ্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হওয়ায় রবিউল ইসলাম ক্ষতি করার ষড়যন্ত্র করতে থাকে। গত ১ অক্টোবর বিকেল ৫ টায় ওই ছাত্রী বাড়ির পাশে তার বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়। এসময় তার পথের গতিরোধ করে মিথ্যে প্রলোভন দিয়ে ফুঁসলিয়ে মোটরসাইকেলে মাঝখানে তুলে অপহরণ করে। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোচনা করে ফেরত আনার জন্য চেষ্টার পর ৭ অক্টোবর বিকেলে মামলা করেন। মামলা দায়ের করার পর ৮ অক্টোবর ভোর রাত সোয়া ৪ টায় শহরের খড়কী বামনপাড়া এলাকা থেকে উল্লেখিত চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করা হয়। ৮ অক্টোবর দুপুরে ওই তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।