
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। বিগত আট বছর ধরে এটাই ছিল টি-টোয়েন্টিতে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তবে গতকাল (শুক্রবার) সেই রেকর্ড ভেঙে দিয়েছেন খুশদিল শাহ।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে শুক্রবার দক্ষিণ পাঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন খুশদিল। গ্রুপ পর্বের ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
খুশদিলের রেকর্ড গড়া এই ইনিংসে ছিল ৮টি চার ও ৯টি ছক্কার মার। টি-টোয়েন্টিতে দ্রুততম পাকিস্তানি সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখানোর পাশাপাশি বিশ্বের ৫ম দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে যথারীতি নিজের জায়গা ধরে রেখেছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। তিনি শতক হাঁকিয়েছিলেন মাত্র ৩০ বলে। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারটের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট (৩২)।
টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করাদের তালিকার তৃতীয় ব্যক্তি উইহান লুবে (৩৩)। চতুর্থ স্থানে রয়েছেন সবেক অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস (৩৪)।
সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ৫ম দ্রুততম শতক হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় খুশদিলের সঙ্গে আছেন আরো দুজন। তারা হলেন ভারতের রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।