শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকা কেপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৪। এ নিয়ে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হলেও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতে মূল কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন।বাংলাদেশ থেকে ৪০৫ কিলোমিটার দূরে ভারতের মইরাং নামক স্থান এর উৎপত্তিস্থল ছিল। বাংলাদেশে কম্পন অনুভূত হয়েছে মাত্র ১৫ সেকেন্ড। এটি মৃদু মাত্রার কম্পন ছিল বলে জানান ওই কর্মকর্তা। গত ২৫ মে সর্বশেষ বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। ওইদিন মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর।