
আকাশ বাতাসও একন মাইয়েগের মনের মতো হইয়ে গেচে। ককন কিরাম থাকপে সিডা আগাম কওয়া খুব মুশকিল। খাতা কলমে চলচে বাঙলা আশ্বিন মাস। তাও পিরায় শেষের দিকি। বিষ্টি বাদলা এই এট্টু হচ্ছে আবার হচ্চে না। কওয়া বুলা নেই আকাশ কালো হইয়ে ঝমঝম কইরে এট্টু বিস্টি হচ্চে টি টুয়েন্টি ক্রিকেট খেলার মতো। হটাস বিস্টি হটাস পাইজে যাচ্চে। আবার ম্যাঘলা আকাশে রোদির ঝলকানি। কিন্তুক এর মদ্দিও তলশুড়া কইরে যিরাম গরম পড়তেচে তাতে পাটায় ফেলার জুগাড়!
মাজেমদ্দিই কারেন চইলে যাচ্চে। ককনো আবার আগাম কারেন অপিসতে কইয়ে যাচ্চে অমুক দিন লাইনর কাজ হবে, তাই বোলো কারেন থাকপেন্না। এই ভ্যাপসা গরমে কারেন না থাকলি বাচাই দুস্কর। করোনার জন্যি বাইরি বাইরোনো বারোন। বাড়ির মদ্দি থাকলি এক বাড়িয়ালার গরম, তার ওপর আবার পোকিতির গরমে বাচার জো নেই। এক সুমায় মানুস পোকিতির পিছনে লাইগদো। একন মনে হচ্চে সুযোগ পাইয়ে পোকিতি মানসির পিচনে লাইগেচে! পিরায় তাপমাত্তারা তেত্তিরিশ চৌতিরিশ ছাড়ায় যাচ্চে। তার সাথে বাতাস গুমটে থাকায় গা ঘাইমে শুতায় যাচ্ছে। এই গরমের কারনে আবার অনেকে জর জারিতে পইড়তেচে। একনতো জর হলিও বিপদ, কাউরে কওয়াও যাচ্চে না। নাড়ি কাটতি যাইয়ে মোসলমানিও হইয়ে যায় কিনা সেই ভয়তে। দুক্কির কতা কি কবো, আগে হাচি আসলি মনে কত্তাম হয়ত কেউ এই অভাগারে মনে কইত্তেচে। আর একন হাচি আসলি মনে হচ্চে আজ্রাইল আমার ফাইলডা তলেত্তে উপরে তুইল্লো কিনা!
কয়দিন আগে এট্টা ঘটনা শুনিলাম। এক বুড়ো লোকের নামে নারী নিযযাতন মামলা দেচে এক উঠতি বয়সের মাইয়ে। কোটে তার জিরা চলচে। হাকিম সাহেব জানতি চালেন এই বয়সে আপনি রাস্তার মদ্দি ঐ মাইয়েরে কেন জড়ায় ধল্লেন। বিটাডা মাতা ছ্যাও কইরে কলে, হুজুর গোস্তাখি মাফ করবেন আমার মাতায় আসলে কোন কুবুদ্দি ছিলো না। আমি পরিস্থিতির শিকার কতি পারেন। রাস্তায় চলতি পতে হটাস জরে ধরা করিলো। জাড়ে আকাটা হইয়ে যাচ্চিলাম। হটাস চোকি পইড়লো ঐ মাইয়েডার গায় গেঞ্জিতি লিকা আই এম হট। তাই এট্টু গা গরম করার আশায় জড়ায় ধরিলাম, আর কোন আশা আমার ছিলো না। তলশুড়া গরমের কচনে আমারও একন সিরাম দশা, কোন খাইন বাইদে যায় তাই ভাবদি গেলি নো পিশার হাই হইয়ে যাচ্চে।
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮ ৮৭১০০৩