
যশোর সদর উপজেলা নির্বাচনকে ঘিরে যশোর আওয়ামী লীগে কোনো মতভেদ নেই। অতীতের মতো এখনো নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আওয়ামী লীগই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের প্রার্থী নুরজাহান ইসলাম নীরাকে বিজয়ী করবে।
সোমবার সকালে প্রেসক্লাবে যশোরে সাংবাদিকদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।
বিএনপি নেতাদের নির্বাচনী মাঠে কম দেখা যাচ্ছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী নেতারা বলেন, তাদের জনবল কম। এ কারণে মাঠে তাদের উপস্থিতও কম।
তারা আরও বলেন, যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতিতে করোনার তেমন প্রভাব দেখা যায়নি। তেমনই উপজেলার এ নির্বাচনেও ভোটারদের উপস্থিতিতে করোনাভাইরাস প্রভাব ফেলবে না। স্বাচ্ছন্দেই ভোটের মাঠে যেয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী বিজয়ী করবে বলে মনে করেন তারা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, হাজেরা পারভীন প্রমুখ।