
যশোর স্বাস্থ্য বিভাগের পাঁচটি প্রতিষ্ঠান ‘হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন করায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে যশোর স্বাস্থ্য বিভাগ। সোমবার সকাল ১১টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার অজয় কুমার সরকার, অভায়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মাহামুদুর রহমান রিজভী, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুভ্রারানী দেবনাথ, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন ও বিএমএ’র যশোর শাখার দপ্তর সম্পাদক গোলাম মোর্তুজা।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রনি, স্যানিটারি ইন্সপেক্টর শিশির কান্তি পালসহ গণমাধ্যম কর্মীরা।
উল্লেখ্য, এবার সারাদেশে ৫০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯’ অর্জন করেছে। এর মধ্যে খুলনা বিভাগের ১১টির মধ্যে যশোরেই পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে।