
বালিয়াটীর সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২।
বালিয়াটী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য বিষয়টি নিশ্চিত করে মো. জহিরুল হক বলেন, সিরাজুল হক দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ বার্ধক্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিরাজুলক ১৯৭৪ সালে প্রথম বালিয়াটী ইউনিয়ন পরষদের চেয়ারম্যান নির্বিাচিত হন। এরপর ১৯৮৭ এবং সর্বশেষ ২০০৩ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২০১১ সালের ২৩ জুলাই পর্যন্ত বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সিরাজুল হক ৩বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়ির শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৮ সালে ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে অবসরে যান।
সোমবার আছরের নামাজের পর বালিয়াটী উত্তর মাঠে তার জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করার কথা রয়েছে।