
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকা থেকে ১৩ হাজার ৫শ ইয়াবা উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের সাবরাং রুহুল্লারডেবা এলাকার মৃত ফজল আহমদের ছেলে মো. আলম (৪৩) ও উখিয়ার রাজাপালং তুতুরবিল এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. আইয়ুব (১৯)।
সোমবার (১২ অক্টোবর) র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, রোববার (১১ অক্টোবর) রাতে দোহাজারী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি মাইক্রোবাসকে থামায় র্যাব সদস্যরা। এ সময় মাইক্রোবাসের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৫শ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারি ও মাদক সেবনকারিদের নিকট বিক্রি করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বলেও জানান র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।