
মণিরামপুরে জাতীয় শ্রমিকলীগের ৫১-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় শ্রমিকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খানম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। সংগঠনের উপজেলা সংগঠনের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা গৌতম চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবে যুগ্ম আহবায়ক জয়নাল পাটোয়ারি, শ্রমিকলীগ নেতা চিন্ময় মজুমদার, আলমগীর হোসেন, উপজেলা নির্মাণ শ্রকিলীগের সভাপতি ইমন হায়দার, ষ্টীল ফার্নিচার শ্রমিকলীগের সভাপতি মুনছুর রহমান, ইজিবাইক শ্রমিকলীগের সভাপতি মনিরুজ্জমান মনিরসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার সহধর্মিনী তন্দ্রা ভট্টাচার্য্য, মন্ত্রীপুত্র সুপ্রিয় ভট্টাচার্য্য শুভসহ পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান।