যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম
সেন্টারে ১৩ অক্টোবর যশোর জেলার ৬৭ জনের নমুনা পরীক্ষা করে আট জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ শনাক্ত আট জনের মধ্যে সদর উপজেলার ছয় জন, কেশবপুর উপজেলার এক জন ও বাঘারপাড়া উপজেলার শূন্য জন। শনাক্ত রোগীরা হলেন, সদর উপজেলার আরবপুরের সন্তোষ সরকার (৬৫), ঘোপের
সোফিয়া (৩০), এড়েন্দার ফুলজান (৪৫), ২৫০ শয্যা হাসপাতালের চামেলী
রানী (৫০), বকচরের শাহানা আক্তার (২২) ও বেজপাড়ার সাইদ(৫৪)। কেশবপুর উপজেলার
মাগুরাডাঙ্গা শিমুল কুমার দাশ (৪২) এবং বাঘারপাড়া উপজেলার দর্শাত পুখুরিয়ার
মিঠুন রাণী গোস্বামী (৩৬)।
এদিকে
গত ২৪ ঘন্টায় যশোর জেলার ৩৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সোমবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৯০ জন। মোট সুস্থতার
সংখ্যা ৩ হাজার ৬৮৫ জন এবং মৃতের সংখ্যা ৪৭ জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন
২৪৫ জন। এর মধ্যে বাড়িতে চিকিৎসাধীন আছেন ২৩৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন
আছেন আট জন। অন্য জায়গায় রেফার্ড করা হয়েছে ১৩ জনকে।