কেশবপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেশবপুরে পৌর ও উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দকে সাথে নিয়ে শ্রমিক লীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। যশোর জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক স¤পাদক ও কেশবপুর পৌরসভার কাউন্সিলর মফিজুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক মফিজুর রহমান, প্রচার স¤পাদক নূরুল ইসলাম খান এবং আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম টুকু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক বাসুদেব মিত্র, আসাদুর রহমান, গোরা বসু, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, মামুন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শ্রমিক লীগ নেতা মুনছুর আলী।