
নাইজেরিয়ায় পুলিশের বিশেষ বাহিনীর নির্যাতন, হয়রানি ও বিচারবহির্ভুত হত্যার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে আটক সবাইকে নিঃশর্ত মুক্তি দেয়া হচ্ছে। বুধবার এ নির্দেশ দিয়েছেন দেশটির পুলিশ প্রধান। তবে বিক্ষোভ চলাকালে ঠিক কতোজনকে আটক করা হয়েছে তা তিনি জানাননি।
পুলিশের বিশেষ বাহিনী ফেডারেল স্পেশাল অ্যান্টি-রবারি স্কোয়াডের (সার্স) বর্বরতার বিরুদ্ধে নাইজেরিয়ার বড় শহরগুলোতে টানা সাত দিন বিক্ষোভ চলার পর বাহিনীটি ভেঙে দেয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট। বিক্ষোভ চলাকালে অনেকেই পুলিশের হাতে আটক হন। বাহিনী ভেঙে দেয়ার ঘোষণার পর এই আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ এখনো চলছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভে ১০ জনকে হত্যা করা হয়েছে।
সূত্র: বিবিসি