
যশোরের ঝিকরগাছার দোস্তপুরে এক নারী (৩০) কে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রফি মিয়া ওরফে শুভ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ঝিকরগাছা থানার পুলিশ পরিদর্শক মেজবাহউদ্দীন আহমেদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দোস্তপুর গ্রামের ওই নারীকে (৩০) তার শ্বশুরালয়ের আত্মীয় রফি মিয়া শুভ মোবাইল ফোনে মিসডকল দেয়। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে শুভ ফোন করে ওই নারীকে বাড়ির বাইরে আসতে বলে। ওই নারী বাইরে আসলে শুভ তাকে পার্শ্ববর্তী মির্জাপুর গ্রামের গোয়ালদাহ মাঠে একটি বেগুন খেতে নিয়ে যায়। সেখানে দোস্তপুর গ্রামের রাহুল হোসেন (২২), সোহান হোসেন (২৩) ও সাদ্দাম হোসেন (২০) তাকে পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ ধর্ষক রফি মিয়া শুভকে আটক করেছে। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। সে দোস্তপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমকের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। বাকি আসামিদের আটকের জন্যে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে।