
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী দল থেকে ফের ওয়ার্কার্স পার্টিতে ফিরে গেছেন তিনজন। তারা হচ্ছেন, যশোরের মোস্তাফিজুরর রহমান লাল, ফেরদৌস খান ও শেখ গাফফার রহমান। পুনরায় দলে ফিরে আসা উপলক্ষে বৃহস্পতিবার এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দুপুরে সংগঠনের যশোর জেলা কার্যালয়ে সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবদুল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, জেলা সদস্য বৈকুণ্ঠ বিহারী রায়, হারুন অর রশীদ,শহর কমিটির সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক ইউনুস আলী প্রমুখ। শহর কমিটির সাধারণ সম্পাদক শামিম বিশ্বাস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।