
যশোরে জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফ মারা গেছেন(ইন্না লিল্লাহে...রাজেউন)। তিনি জেলা জাতীয় পার্টির সদস্য ও মণিরামপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন। বৃহস্পতিবার মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে জাতীয় পার্টির সভায় বক্তৃতা করাকালীন অসুস্থ হয়ে পড়েন আব্দুল লতিফ। উপস্থিত নেতাকর্মীদের কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার জুম্মাবাদ মণিরামপুর পৌরসভার সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী।
জাতীয় পার্টির নেতা আব্দুল লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলের খুলনা বিভাগীয় যুগ্ম মহাসচিব প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক, সহসভাপতি ফিরোজ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হিরন মোল্লা,সদর উপজেলা সভাপতি আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্বাস হোসেন, শহর কমিটির আহবায়ক অ্যাডভোকেট আবু মুছা, সদস্য সচিব ইয়াকুব আলী, মণিরামপুর উপজেলা সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাবিব, জেলা যুবসংহতির সভাপতি বাদল চাকলাদার ও জেলা কৃষক পার্টির সভাপতি মঈন খান।