
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে মাহবুবুর রহমান (৭০) নামের ওই কয়েদি শুক্রবার ভোরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রাইনহাটির বাসিন্দা।
জেল সুপার শফিকুল ইসলাম বলেন, মাহবুবুর রহমান ছিলেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
কারাগার সূত্রে জানাগেছে, মৃত মাহবুবুর রহমানের কয়েদি নম্বর ছিল ৪৪১২/এ। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেই কাশিমপুর কারাগারেই বন্দী ছিলেন তিনি।