
যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ যশোর কলেজের গভর্ণিং বডির সদস্য ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভার করেছেন। শুক্রবার দুপুরে কলেজ মিয়নায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা।
অংশ নেন কলেজ গভর্ণিং বডির সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টুসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। এ সময় নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এমপি নাবিল।