
ভারতের তেলেঙ্গানা রাজ্যে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। শুধু হায়দ্রাবাদ শহরেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৩১ জনের।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বুধবার মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে তেলেঙ্গানা।
বৃষ্টির ফলে সৃষ্টি আকস্মিক বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় ছয় হাজার কোটি রুপি বলে তেলেঙ্গানা রাজ্য সরকার জানিয়েছে।
বেঙ্গালুরু টাইমস একটি প্রতিবেদনে জানায়, মঙ্গলবার হায়দ্রাবাদে ৩১ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। যা ১৯১৬ সালের পর শহরটিতে একদিনে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি।
এদিকে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বৃহস্পতিবার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করার জন্য একটি সভা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ত্রাণ ও পুনর্বাসনের জন্য অবিলম্বে ১৩৫০ কোটি রুপি দেওয়ার আবেদন জানিয়ে চিঠিও লেখেন তিনি।
এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির সঙ্গেও কথা বলেন তিনি
তেলেঙ্গানার মতো অন্ধ্রপ্রদেশও ভারী বর্ষণে বিপর্যস্ত। কেন্দ্রীয় সরকার সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে বলে দুই মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।
হায়দরাবাদ এবং রঙ্গরেড্ডি জেলার বন্যার্ত এলাকা থেকে ইতিমধ্যে হাজারেরও বেশি পানিবন্ধীকে উদ্ধার করেছে এনডিআরএফের টিম। সামরিক বাহিনীও উদ্ধারকাজে যুক্ত হয়েছে।