
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এবং ‘পায়ে হেঁটে বাড়ির পাশে, বিট পুলিশিং কার্যালয়ে যাই-বিনা খরচায় অনায়াসে পুলিশি সেবা পাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে সন্ত্রাস, ধর্ষণ, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত সমাজ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ছয়টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ইউনিয়নগুলো হলো ঝাঁপা, রোহিতা, হরিহরনগর, চালুয়াহাটি, খেদাপাড়া এবং মশ্মিমনগর।
শনিবার সকালে স্বস্ব ইউনিয়ন পরিষদের হল রুমে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চুরি, ছিনতাই, ধর্ষণ, মাদকসহ সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কমিউনিটি পুলিশিংয়ের বিট অফিসের মাধ্যমে দাম্পত্য বিরোধ, অফিস, সামাজিক বিবাদ নিষ্পত্তিতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং সদস্যরা একযোগে কাজ করবে।