
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে কুলনার কয়রায় ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি কর্মসূচির অংশ হিসেবে ছয় দিনব্যাপী পেইড পেয়ার ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিলনায়তন প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সুদীপ বালা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তুহিন কান্তি ঘোষ। আমাদী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিশানুর রহমানের সঞ্চালনায় আরু বক্তৃতা করেন স্থানীয় প্রেসক্লাবের সহসভাপতি মনিরুজ্জামান মনু, ইউপি সদস্য বিশ্বজিৎ সিনহা প্রমুখ।