
সহিদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক সংবাদ সম্মেলন করেছেন। যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা পর্ষদের কাজে বাধা দানসহ অন্যান্য আরও কিছু অভিযোগ উত্থাপন করে তিনি সংবাদ সম্মেলন করেন।
শনিবার দুপুর ১২টার পর প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সহিদুল ইসলামের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিয়ার রহমান।
লিখিত বক্তব্যে জানানো হয়, গোয়ালদাহ এলাকার ওই ব্যক্তি গত ৪ অক্টোবর কল্যাণদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সভায় জোরপূর্বক প্রভাব খাটানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে বেশি কথা বলে অপমান করেন এবং বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও সাবেক দু’ মেয়াদের সভাপতি সহিদুল ইসলামকে প্রডণ্ড মারপিট করেন। যার ফলস্বরূপ তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।
অভিযুক্ত ব্যক্তি প্রভাব খাটিয়ে এলাকায় নানা অপকর্ম করে সাধারণ মানুষের ক্ষতি করছেন উল্লেখ করে বিভিন্ন ঘটনার বর্ণনা দেয়া হয়েছে লিখিত বক্তব্যে।