
মণিরামপুর উপজেলার এক বাক প্রতিবন্ধী যুবক আজ পাঁচ দিন ধরে নিখোঁজ। নিখোঁজ যুবকের নাম আবু সাইদ (৪০)। আবু সাইদ শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামের নিছার আলী সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বাড়ি থেকে কাউকে কোন কিছু না বলে জীবিকার তাগিদে ডিপ টিউবওয়েল পোতার কাজের উদ্দেশ্যে বের হয়ে আজও বাড়ি ফেরেনি সে। তার বাড়ি ফিরে না আসায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ আবু সাইদের দুই ছেলে ও এক মেয়ে। বাক প্রতিবন্ধী যুবক আবু সাইদের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল হালকা লম্বা, উচ্চতা ৫ফুট ২ ইঞ্চি, নিখোঁজের সময় তার পরনে ছিলো লুঙ্গি ও গেঞ্জি। এ ঘটনায় তার ভাই বিপুল হোসেন শনিবার দুপুরে মণিরামপুর থানায় জিডি করেছেন। যার নং ৬৭৮। কোন সু-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৩৯২১৮৪৬৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবার।