
সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে ১৭টি ইউনিয়ন ও একটি পৌর সভায় শনিবার পৃর্থক ভাবে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মণিরামপুর পৌরসভাসহ মনোহরপুর, নেহালপুর, কুলটিয়া, দূর্বাডাঙ্গা, খানপুর, শ্যামকুড়, চালুয়াহাটি, মশ্বিমনগর, ঝাঁপা, হরিহরনগর, খেদাপাড়া, মণিরামপুর সদর, হরিদাসকাটি, ঢাকুরিয়া, ভোজগাতি, কাশিমনগর ও রোহিতা ইউনিয়নে এ কার্যক্রম পালিত হয়। বিট পুলিশিং এসব কার্যক্রমনের উদ্বোধনী ও মতবিনিময় সভায় সংশ্লিষ্ট মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন মণিরামপুর থানায় ওসি (সার্বিক) রফিকুল ইসলাম, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাষ্টার মশিয়ূর রহমান ও গাজী মাযাহারুল আনোয়ার।