শনিবার যশোরে নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার আটজন। এছাড়াও অভয়নগরে তিন ও শার্শায় একজন রয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৩৫ জন। সুস্থ হয়েছেন তিন হাজার আটশ ৬০। মৃত্যু হয়েছে ৪৮ জনের।