
ব্যাট হাতে জ্বলে উঠলেন এবি ডি ভিলিয়ার্স। তার এই বিধ্বংসী রূপের সামনেই উড়ে গেল স্টিভেন স্মিথের দল রাজস্থান রয়্যালস। মাত্র ২২ বল খেলেছেন ডি ভিলিয়ার্স। তাতেই ঝড় তুলে নামের পাশ যোগ করেছেন ৫৫ রান। ছিলেন অপরাজিত। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাউন্ডারি মেরেছেন মাত্র ১টি। ছক্কা হাঁকিয়েছেন ৬টি। রাজস্থানের বোলাররা রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল তার বিধ্বংসী রূপের সামনে।
এবি ডি ভিলিয়ার্সের ঝড়ে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সমান অবস্থায় চলে এসেছে কোহলির দল। তিন দলেরই পয়েন্ট এখন সমান ১২ করে। যদিও একটি ম্যাচ কম খেলেছে দিল্লি এবং মুম্বাই।