
দ্রুত আত্তিকরণের দাবিতে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) যশোর জেলা কমিটির এক জরুরি সভা রোববার বিকেলে উপশহরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা ও খুলনা বিভাগীয় আন্দোলন কমিটির সমন্বয়ক অধ্যক্ষ রবিউল হাসান।
এসময় বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে আজ অবধি সরকার সারাদেশের তিন শতাধিক কলেজ সরকারিকরণের জন্য সরকারি নির্দেশনা (জিও) জারি হয়। কিন্তু আজ পর্যন্ত কোনো শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণের আওতায় নেয়া হয়নি। যার কারণে অনেক শিক্ষক-কর্মচারী অনাহারে দিনযাপন করছেন। একইসাথে অনেক শিক্ষক সরকারি আওতায় আসার আগেই অবসরে চলে যাচ্ছেন। এ কারণে নেতৃবৃন্দ দ্রæত আত্তিকরণের দাবি করেন।
বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল আলিম। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক গোপিকান্ত সরকার।
সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী ৮ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দ্রæত আত্তিকরণের দাবিতে মানববন্ধনের সিদ্বান্ত নেয়া হয়।