
বাংলাদেশ পোস্টাল (ইডি) কর্মচারীদের বিদ্যমান সম্মানিভাতা তিনগুণ বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে জেলা পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়ন।
রোববার দুপুরে যশোর প্রধান ডাকঘরের সামনে জেলা পোস্টাল (ইডি) কর্মচারী ইউনিয়নের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক তবিবর রহমান, সহসম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, প্রচার-সম্পাদক রহুল আমিন, কোষাধ্যক্ষ মকবুল হোসেন ও সদস্য শাহ আলম।