
বিসিবি প্রেসিডেন্টস কাপের পঞ্চম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ। টসে জিতে মাহমুদউল্লাহ একাদশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। দুই দলের জন্য এই ম্যাচ প্রায় অলিখিত সেমিফাইনালের মতো। প্রতিযোগিতাটির তৃতীয় দল নাজমুল একাদশ ইতিমধ্যে দুই ম্যাচ জিতে ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে। দলটির নেট রান রেটও বাকি দুই দলের চেয়ে বেশি। আর তাই ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচে জয়ী দলের সম্ভাবনা বেশি থাকবে।
এই ম্যাচে হেরে গেলে মাহমুদউল্লাহ একাদশ প্রতিযোগিতাটি থেকে ছিটকে যাবে। সেক্ষত্রে ফাইনাল হবে নাজমুল একাদশ এবং তামিম একাদশের মধ্যে। অপরদিকে তামিম একাদশকে হারাতে পারলে মাহমুদউল্লাহ একাদশ তাকিয়ে থাকবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে।
যেখানে নাজমুল একাদশের মুখোমুখি হবে তামিম একাদশ। সে ম্যাচে তামিম একাদশ হেরে গেলে নাজমুল একাদশের ফাইনালের সঙ্গী হবে মাহমুদউল্লাহ একাদশ। আর তামিম একাদশ জিতলে নেট রান রেটের হিসাবে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট।