
ঝিনাইদহের মহেশপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক গরু ব্যবসায়ীর প্রায় দু’ লাখ খোয়া গেছে। তিন বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রাপ্ত সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার ফতেপুর গ্রামের মল্লিক শেখের ছেলে গরু ব্যবসায়ী মহর আলী গরু কেনার জন্যে মহেশপুর থেকে বাসযোগে চৌগাছা পশু হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টি তাকে অজ্ঞান করে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়।
বাসটি চৌগাছার মহেশপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তাকে অজ্ঞান অবস্থায় দেখে স্থানীয়রা প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ব্যবসায়ীর ভাই বাবুর আলী শেখ সোমবার দুপুরে জানান, তার জ্ঞান ফিরেছে এবং হাসপাতালেই আছেন।