যশোর ঝিকরগাছার পারবাজারে পুজা উদযাপন পরিষদের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে। গতকাল বেলা ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি অসীম কুন্ডু, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সম্মানিত অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইন চার্জ আব্দুর রাজ্জাক, পূজা উদযাপন পরিষদ যশোরের জেলা সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা সভাপতি বৈদ্যনাথ দাস। আরও বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব তড়িৎ দাস। এতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি দুলাল অধিকারী। একই সাথে পূজা পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।