
জনউদ্যোগের আয়োজনে রোবববার বিকেলে নারী-শিশু ধর্ষণ এবং সকল পৈশাচিক হত্যা বর্বরতা ও বিচারহীনতার বিরুদ্ধে যশোর শহরের চিত্রার মোড়ে লাল সবুজ ব্যান্ড দলের প্রতিবাদী গান ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত লোকজন নারীর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। সমাবেশে জনউদ্যোগের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমদ, সিনিয়র সাংবাদিক জনউদ্যোগ সদস্য রুকুনউদ্দৌলাহ, জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন,টিউসি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু,শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান বুলু,নারী নেত্রী মাহমুদা রিনি, অ্যাডভোকেট কামরুন নাহার কনা,আইইডির ব্যবস্থাপক বীথিকা সরকার উপস্থিত ছিলেন।