
যশোরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের সাবেক নেতাদের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। একইসাথে কেক কাটা হয়। শহরের পালবাড়ি এলাকায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে এসবের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক মানব উন্নয়ন সম্পাদক নিয়াজ মাহমুদ শাহিন, সাবেক সহসম্পাদক মাহমুদুল হাসান সুমন, উপ মানব উন্নয়ন সম্পাদক আরাফাত রহমান বাসিত,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আসাদুজ্জামান সুমন,ওয়ার্ড ছাত্রলীগ নেতা আতিক আহমেদ জুইস, তানিম আহমেদ ও অনিক ইসলাম।