
যশোর সদর উপজেলার উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বর্তমানে আশঙ্কামুক্ত। তিনি যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাসভবনে চিকিৎসাধীন বলে জানিয়েছেন দলের উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। তিনি নুরজাহান ইসলাম নীরার সুস্থতা কামনায় যশোরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ প্রার্থী নুরজাহান ইসলাম নীরা রোববার সন্ধ্যায় গণসংযোগকালে হৃদরোগে আক্রান্ত্র হন। এরপর প্রথমে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নেওয়া হয় খুলনায়।