
যশোরের জোড়া শিব মন্দিরে শারদীয় দুর্গা পূজার সরকারি আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমাবার দুপুরে সদর উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু।
স্বাগত বক্তব্যদেন সদর উপজেলা কমিটির সাধ্রান সম্পাদক দেবেন ভাষ্কর। সহসভাপতি বিষ্ণু সাহা, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দে, সহসভাপতি সদর উপজেলার অমল ঘোষ, যুগ্ম সম্পাদক গৌতম কর্মকার, রবীন পাল প্রমুখ। সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সভাপতি দুলাল সমাদ্দার। ১৩২টি পূজা মন্ডপে ১৬ হাজার ৪শ’ করে টাকা দেয়া হয়।