
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, যশোরকে বানানো হচ্ছে আগামী দিনের তৃতীয় অর্থনৈতিক করিডোর। সেই লক্ষ্যে সরকার যশোরকে কেন্দ্র করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
সোমবার সকালে যশোরের আল-হেরা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবন পরিদর্শন উপলক্ষে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি উপরিউক্ত কথা বলেন।
তিনি বলেন, ‘গত ৬- বছর আমি এমপি থাকাকালে যশোরে প্রায় দেড় হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে; যার কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমরা এই উন্নয়নের বাহকমাত্র। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। সে কারণে আমাদের সকল শ্রেণি-পেশার মানুষকে জননেত্রীর প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে’।
শিক্ষাকে একমাত্র পথ হিসেবে চিহ্নিত করে এমপি কাজী নাবিল আহমেদ বলেন, শিক্ষার ওপরে কিছু নেই। শিক্ষাখাতে আমরা যেন আরও বেশি বিনিয়োগ করতে পারি, শিক্ষাখাতে যাতে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে পারি-সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।
কলেজ অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য মেহেদি হাসান মিন্টু, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ইব্রাহিম হোসেন বাবু, কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, সহকারী অধ্যাপক আশরাফ আলী, যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, যুবলীগনেতা ওয়াহেদুজ্জামান বাবলু প্রমুখ আলোচনা করেন।