
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর উত্তরপাড়া এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশীদ (৩২) নামে এক শীর্ষ অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোর রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, আব্দুর রশীদ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে তার বাড়িতে বিক্রির জন্য মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে র্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, রশীদ এসব অস্ত্র ভারত থেকে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল। এছাড়াও সে পাঁচবিবি সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ব্যবসায়ী ও চোরাচালান সিন্ডিকেটের একজন্য সক্রিয়। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।