Published : Wednesday, 21 October, 2020 at 7:09 PM
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা। বুধবার শহরের কাজী ভবনে গিয়ে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সবুর হেলাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পদাক মেহেদী হাসান মিন্টু,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু প্রমুখ। এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরাকেও মিষ্টিমুখ করান এমপি নাবিল আহমেদ।