বলরামপুরে দুর্গা দেবী বোধনের উদ্বোধন করলেন এমপি রণজিৎ রায় (ভিডিও)
কাগজ সংবাদ :
Published : Wednesday, 21 October, 2020 at 8:28 PM
যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ রায় বলেছেন, দেশের প্রতিটি গ্রামকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে হবে। প্রযুক্তি ছাড়া আগামী দিনগুলোতে চলা কঠিন হবে। এ কারণে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে। তিনি বুধবার বিকেলে বাঘারপাড়ার দক্ষিণ বলরামপুর সার্বজনীন পূজা মন্দিরে দুর্গাপূজার দেবী বোধনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ বলরামপুর সার্বজনীন পূজা মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু বিশ্বাস। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বোধন পূজার উদ্বোধন করেন রণজিৎ রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল মোল্লা, সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন বাবলু, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার, দীপক সাহা, ইকরাম হোসেন, ইউপি সদস্য শহিদুজ্জামান কাকন,দক্ষিণ বলরামপুর সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি কার্তিক দেবনাথ, সামাজিক ব্যক্তিত্ব অরুণ পাল, আনন্দ দেবনাথ, মহেশ্বর দেবনাথ, পার্থপ্রতীম বিশ্বাস, চঞ্চল বিশ্বাস, পলাশ বিশ্বাস, শাহীন রেজা, বিধান বিশ্বাস প্রমুখ। দুর্গাপূজা উদযাপন কমিটির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস।