Published : Wednesday, 21 October, 2020 at 9:00 PM
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃহস্পতিবার যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই যশোর জেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে বাদ আছর এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি সাদেকুর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক শেখ আকবর হোসেন। জাতীয় নিরাপদ সড়ক দিবসে এ বছরের প্রতিবাদ্য ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ।’ ১৯৯৩ সালের এই দিনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে দেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সূত্রপাত ঘটে। আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৭ সাল থেকে বাংলাদেশে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে।