
যশোরে আওয়ামী লীগের দু’ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংগঠনের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ফারাজী শাহাদত হোসেন ও সহসভাপতি অ্যাডভোকেট এ জেড এম ফিরোজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সহসভাপতি হায়দার গণি খান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, প্রয়াত ফারাজী শাহাদত হোসেনের ছেলে ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও প্রয়াত এজেডএম ফিরোজের ভাই আবু সেলিম রানা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল মজিদ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, একেএম খয়রাত হোসেন, গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, পৌর কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি, নাসিমা আক্তার জলি, ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল প্রমুখ।